গৌরনদী উপজেলার অধীনে ১২৫টি মৌজার রেকর্ড/ নকসা প্রস্ত্ততের কার্যক্রম (১৯৮৫ সন হইতে) গ্রহণ করা হয়েছে। চূড়ান্ত রেকর্ড প্রস্ত্ততের পর ১০১টি মৌজার ছাপা খতিয়ান ও নকসা বিলি করা হয়েছে। বাকী ২৪টি মৌজার ছাপ খতিয়ান ও নকসা পর্যায়ক্রমে বিলি করা হবে ও অত্র অফিসটি জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্য্যালয় বরিশাল এর আওতাভূক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস